ফের প্রকাশ্যে শুভেন্দু-মদনের বেফাঁস মন্তব্য। এবার আবার মদন মিত্রকে মাতাল বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা কড়া জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক (Madan Mitra)। মদন মিত্রকে নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু সাফ বলেন, "মদন হলেন পশ্চিমবঙ্গের রেজিস্টার্ড মাতাল। ওকে নিয়ে কিছু বলার নেই।"
এ কথা শুনে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেন, "সীমা ছাড়িয়েছেন শুভেন্দু। শুভেন্দুর ডিএনএ টেস্ট করুন। তারপরই বলা যাবে, ও কেন এমন বলে। শুভেন্দু কি আমার মদ খাওয়ার সময় থাকে? না সাপ্লাই দেয়?" প্রসঙ্গত, 'চিহ্নিত মাতাল' ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। গত মাসেও এ প্রসঙ্গে মদন মিত্র বলেছিলেন, "আমি (মদ) খেতে চাইনি। ওর বাবা (শুভেন্দু অধিকারীর বাবা) বলেছিল, এটা মদ না, এটা জুস। তুই খা। আমি বিশ্বাস করে খেয়েছিলাম। সিঙ্গুর আন্দোলনের সময় হয়েছিল।"