১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। ১৮ অগস্ট ফের দু'জনকে পেশ করা হবে আদালতে। এবার এই নিয়েই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে ফের বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, "পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়। আমি আশা করব জেল কর্তৃপক্ষ ওনাকে একদম সাধারণ বন্দির মতো ট্রিটমেন্ট দেবে। আমার ক্ষেত্রে যা যা নিয়ম হয়েছে, তাই তাই হবে। কোনও জেল হাসপাতাল নয়, পার্থ চট্টোপাধ্যায়কে সেলে রাখতে হবে।"
নিজের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ আরও বলেন, "আমাকে সেলে রাখা হয়েছিল। আমাকে বিভিন্ন জেলে ঘোরানো হয়েছে। জেলের বহু বন্দি, বহু কর্মীর সঙ্গে আমার যোগাযোগ আছে। ন্যূনতম সুযোগ সুবিধা যদি পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়, জেলের ভিতর থেকে আমি খবর পাব। আমি কিন্তু সমানভাবে তার প্রতিবাদ করব।"