একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে তারকা প্রার্থীদের ভিড়। তৃণমূল ও বিজেপি উভয় দলেই টলিউড অভিনেতা অভিনেত্রীরা অনেক জায়গায় টিকিট পেয়েছে। বিজেপির হয়ে বেহালা পূর্ব থেকে টিকিট পেয়েছেন পায়েল সরকার। তিনি কিছুদিন আগেই বেহালা পূর্বে গেরুয়া সৈনিক হয়ে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে তাকে নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা জমা দিতে হয়েছে যাতে তার সম্পত্তির পরিমাণ বিশদে জানাতে হয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে টলিউড অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী পায়েল সরকারের মোট সম্পত্তির পরিমাণ জেনে নিন।
হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, পায়েল সরকারের হাতে নগদ টাকা হিসাবে রয়েছে ৫০ হাজার টাকা। তার এসবিআই ব্যাঙ্কে ১ টি অ্যাকাউন্ট, আইসিআইসিআই ব্যাঙ্কে ২ টি অ্যাকাউন্ট এবং এইচডিএফসি ব্যাঙ্কে ১ টি অ্যাকাউন্ট রয়েছে। তার তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে মোট টাকা রয়েছে ১ লাখ ৩২ হাজার ৯২৬ টাকা। এছাড়া তার পিপিএফ অ্যাকাউন্টে ৪ লাখ ৪২ হাজার ৬১৭ টাকা আছে। এছাড়া এসবিআই ব্যাঙ্কে বিভিন্ন শাখায় তার ৬ টি ক্রাম ডিপোজিট রয়েছে যার মোট পরিমাণ ৭ লাখ ৩০ হাজার ৭৬৪ টাকা। তার মিউচুয়াল ফান্ডে ৫ লাখ ২ হাজার টাকা আছে। এছাড়াও তার একটি অডি এ৬১ গাড়ি আছে যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। বর্তমানে ৫৬ গ্রাম সোনা আছে তার কাছে। এছাড়া তার কাছে আড়াই লাখ টাকার সোনা ও অন্যান্য মূল্যবান জিনিস আছে। বর্তমানে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৭১ লাখ ৫৮ হাজার ৩০৭ টাকা। তবে তার নামে কোনো জমি নথিভুক্ত করা নেই।