প্রায় একবছর যাবৎ কলকাতা সহ ১০৭টি পুরসভায় নির্বাচন স্থগিত হয়ে আছে। সেগুলি বর্তমানে পরিচালনা করছে রাজ্য প্রশাসন। এখন এপ্রিলে বিধানসভা ভোট। তার আগে কলকাতা পুরসভার ভোট সেরে নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পুরভোটের বিষয়ে যোগাযোগ করেছে নির্বাচন কমিশনের সাথে। আর সেই যোগাযোগের ভিত্তিতেই আগামী মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানালো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানায়, এখন ভোটার তালিকার সংশোধনের যে প্রক্রিয়া চলছে তার ভিত্তিতেই আগামী ১৫ জানুয়ারি নতুন তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা কলকাতায় পুরভোটের উপযুক্ত করে তোলার জন্য আরও চার সপ্তাহের সময় লাগবে। তারপরই ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। তবে কলকাতা বাদে বাকি পুরসভায় এক্ষুনি ভোট হওয়ার সম্ভাবনা কম।