দুর্গাপুজো সমন্বয় সংস্থা 'ফোরাম ফর দুর্গোৎসব'এর সেক্রেটারি শাশ্বত বসু জানিয়েছেন উত্তর ও দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো দেখার জন্য ই পাস লাগবে। এই ফোরামে ৪০টি পুজো কমিটি অন্তভুক্ত আছে। তার মধ্যে দক্ষিণ কলকাতার ২৩টি ও উত্তর কলকাতার ১৮ টি পুজো আছে। এই পুজো গুলিতে ঠাকুর দেখার জন্য ই পাস বাধ্যতামূলক।
মেট্রোর মতোই এক্ষেত্রেও স্লট বুক করে ই পাস কেটে রাখতে হবে। কলকাতার উত্তর ও দক্ষিণ এই দুটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটা জোনে ২ ঘন্টার টাইম স্লট। সারাদিনে থাকবে ১২ টি স্লট। সেই স্লট অনুযায়ী কোন একটি নির্দিষ্ট জোনের কোন কোন ঠাকুর আপনি দেখবেন সেটা মোবাইল নম্বর দিয়ে ই পাস সংগ্রহ করতে হবে। সেই ই-পাস নিয়ে দেখালে ঠাকুর দেখতে পারবেন। এবং দিনপ্রতি ৫০০টি করে পাস পাওয়া যাবে। তবু আশঙ্কা থেকে যায় এতসবের পরেও ঠেকানো যাবে কিনা সংক্রমণ!
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.