২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে, রাজ্যের শাসক ও বিরোধী দুই পক্ষই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ২ দিনের ঝটিকা সফরের পর দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্য বিজেপির প্রধান মুখ মুকুল রায়, দিলীপ ঘোষ এবং অমিতাভ চক্র বর্তী। তবে কি আসন্ন বিধানসভা ভোটের জন্য রাজ্য বিজেপির নেতৃত্ব ও কর্মসূচী কে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব।
যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এটি একটি সাংগঠনিক নেতৃত্ব। অমিত শাহ- র টার্গেট ২০০ আসনের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, দলের আত্মবিশ্বাস আছে রাজ্যে এই সংখ্যক আসন পাওয়ার, কারণ, পশ্চিমবঙ্গের সব বুথেই বিজেপির সমর্থক আছেন।
রবিবার ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। কাল সকালে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।