একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা হতে চলেছে আগামীকাল। তার আগেই জোড়াফুল শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলতে বাংলায় এসেছেন অমিতাভপত্নী জয়া বচ্চন। তিনি গতকাল বিকেলে দমদম বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং আজ দুপুরেই তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য শুরুর মুখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র লড়াকু নেতা যিনি একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন এবং সকলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার চেষ্টা করছেন। মমতার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। মমতার নেতৃত্বে বাংলার আরও অনেক উন্নতি হবে।"
সেইসাথে তিনি বিজেপির বিরুদ্ধে কড়া তোপ দেখে বলেছেন, "আমার ধর্ম বা আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে আমি মানে আমাদের সবাইকার কথা বলছি। এখানে একমাত্র মমতাজি সবার অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা তাকে অপছন্দ করে তাদের জন্য লজ্জা! তাদের লজ্জা পাওয়া উচিত।" সেইসাথে বাংলার মেয়ে ঐক্যের বার্তা দিতে গান ধরেছেন, ”বাঙালির প্রাণ, বাঙালির মন/ বাঙালির ঘরে যত ভাইবোন/ এক হউক, এক হউক, এক হউক / হে ভগবান।”