অপেক্ষার একদিন। লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে রাজ্যে। একদম শেষ বেলায় ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ বিষয়ে নিজেদের পরিকল্পনা জানালো নবান্ন। সোমবার নবান্নে ১০ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল বৈঠক করে ভিড় নিয়ন্ত্রণ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো।
স্টেশনের প্রবেশপথ এবং স্টেশন চত্বরের বাইরের ভিড় সামলানোর দায়িত্বে থাকছে রাজ্য পুলিশ। প্রতি স্টেশনের প্রবেশপথে ৪-৫ জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। তারাই থার্মাল স্ক্রিনিং করে প্রবেশের অনুমতি দেবে যাত্রীদের। মাস্ক ছাড়া কাউকে স্টেশন চত্বরে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও প্রতিনিয়ত প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কাজ করা হবে রাজ্যের তরফে। ১০০ শতাংশ করোনা সুরক্ষা বিধি মানার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রাজ্য।
ট্রেন চলার সাথে জড়িয়ে ছিলো হকারদের ভাগ্য। এইদিনই রেলের তরফে শিয়ালদহ সেকশনের DRM এসপি সিং স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত ট্রেনে উঠতে পারবেন না হকাররা। এমনকি স্টেশন চত্বরে যেসব দোকান থাকে সেগুলিও খোলা যাবে না আপাতত।