২০১৬ বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে আসন ভাগ বাটোয়ারা করে লড়াইয়ে নেমে পড়েছিল বাম কংগ্রেস জোট। ফল ভালো হয়নি। তাই একুশের নির্বাচনে স্ট্র্যাটিজিগত বদল চাইছেন সূর্য-অধীররা। তাই মঙ্গলবার বাম কংগ্রেস বৈঠকে আসন বণ্টনকে পাশে সরিয়ে রেখে একসাথে আন্দোলন করাতে বেশি গুরুত্ব দেওয়া হলো।
আপাতত রাজ্যজুড়ে একদম ব্লক স্তর থেকে বাম কংগ্রেস একসাথে আন্দোলন করবে। যে আন্দোলনের মূল লক্ষ্য হবে বিজেপিকে আটকানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। সেই লক্ষ্যেই আগামী ২৬ নভেম্বর শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটকে সামনে রেখে ময়দানে নামছে বাম কংগ্রেস জোট। পরপর আন্দোলনের মাধ্যমে নিজেদের জায়গা শক্ত করে তবেই আসন ভাগের দিকে যাবেন বিমান বসু আব্দুল মান্নানরা।