চিৎপুরের নয়াপট্টি এলাকার প্ল্যাস্টিক কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। সোমবার দুপুর ১টা নাগাদ আগুন লাগে। প্ল্যাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে আরও সাতটি দমকল ইঞ্জিন আসে। কারখানাটি যে এলাকায় সেটি যথেষ্ট ঘিঞ্জি একটি এলাকা। ফলে এই আগুন লাগতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তিন ঘন্টার চেষ্টায়। আগুন আয়ত্তে আসায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। কারখানায় যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।