একুশে বাংলা বিধানসভার নির্বাচন চলছে জোড়কদমে। এই নির্বাচনের মাঝেই তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। তবে দুই দলের পক্ষ থেকেই নির্বাচনী প্রচারে তুরুপের তাসের মত কাজ করছে নারী সুরক্ষা ইস্যু। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্যের জন্যই এবার শহরের মেয়েদের ইভটিজিং এর শিকার হতে হচ্ছে। এমনটাই দাবি করেছে বেঙ্গল সিটিজেন ফোরাম। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেকটি জনসভাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে বিদ্রুপাত্মক সুরে, "ও ওও দিদি" বলে সম্বোধন করছেন। আর তা অনুকরণ করে নিত্যদিন কটূক্তির শিকার হচ্ছে বাংলার সাধারণ মেয়েরা।
এই ঘটনার প্রতিবাদে আজ কলকাতা আমহার্স্ট স্ট্রীট থানার সামনে বিক্ষোভ দেখায় বেঙ্গল ফোরামের সদস্যরা। এমনকি তারা থানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর জ্বালিয়ে প্রতিবাদ দেখায় এবং প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। বেঙ্গল ফোরামের পক্ষ থেকে জয় মুখোপাধ্যায় জানিয়েছে, "দেশের প্রধানমন্ত্রী যেমনভাবে সর্বসমক্ষে বাংলার মেয়ে মমতাকে হেনস্তা করছে তা যথেষ্ট অপমানজনক। মমতার পাশাপাশি এই আচরণে হেনস্থার শিকার হচ্ছে পাড়ার মা বোনেরাও। থানায় কাজ না হলে এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে বেঙ্গল সিটিজেন ফোরাম।"