পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এনিয়ে সমস্যায় তৃণমূল (Trinamool Congress)। তার মধ্যেই ফের আরও একবার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ ঘোষ। বললেন, "তৃণমূলের গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। ওরা প্রত্যেকে জেলে যাবে। নেতা-মন্ত্রীরা কেউ বাদ যাবে না।" দিলীপ ঘোষের আরও প্রশ্ন, আগে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্তের দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন এখন আপত্তি জানাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, "বন্যেরা বনে সুন্দর। চোরেরা জেলে। তৃণমূলের গোটা দলটাই চোর। এটা একটা চেইন বিজনেস। এই শৃঙ্খলের উপরই দলটা চলে।" দিলীপ ঘোষ বলেছিলেন, "বাংলার রাজনীতির স্বার্থে এই ধরনের নেতাদের শাস্তি পাওয়া দরকার। তাঁর যে দাম্ভিকতা, যে কথাবার্তা, তাতে শাস্তি পেতেই হত। তৃণমূলের খেলা শেষ হয়ে এসেছে।" অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন সুজন চক্রবর্তী। যদিও এ বিষয়ে গতকাল তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করলেও, কোনও মন্তব্য শোনা যায়নি মুখ্যমন্ত্রীর।