সামনেই বিধানসভা নির্বাচন, দলবদলের হিড়িকের পর এবার প্রার্থী তালিকা সামনে আসতেই প্রকাশ্যে আসছে রাজনৈতিক কর্মকর্তাদের ক্ষোভ। আর এতেই অখুশি দিলীপ ঘোষ। তিনি বলেন, "চারদিকে প্রার্থী হওয়ার জন্য সবার এত চাহিদা দেখেই কথাগুলো লিখলাম।
সকলেই প্রার্থী হতে চান। কিন্তু আমি যে তিনটি কথা লিখেছি (নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেল্ফ লাস্ট) তা আমাদের দলের বেশিরভাগ সদস্য বিশ্বাস করেন। সেই কারণেই সংগঠন এত বড় এবং এত শক্তিশালী হয়েছে। সেটাই নতুন করে স্মরণ করিয়ে দিলাম।"
উল্লেখ্য তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণার পর বেহালা পূর্বে পায়েল সরকারকে প্রার্থী করার পরেই বিজেপি থেকে ইস্তফা দেন শোভন-বৈশাখী। এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
অন্যদিকে বিজেপি জিতলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন, "মেদিনীপুর পরিবর্তন আনবে। তবে শুভেন্দু অধিকারী কী পদ পাবেন, সেটা দল জিতলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।"
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্রই, অমিত শাহ বাংলায় এসে একথা ঘোষণা করার পরেই বারবার উঠে এসেছিল শুভেন্দু অধিকারীর নাম। যদিও গেরুয়া শিবিরের তরফে এমন মন্তব্যে উত্তর দিতে নারাজ ছিলেন। আর একই পথে দিলীপ ঘোষ। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "ভাঙা পার্টি আর ভাঙা পা নিয়ে যুদ্ধ জেতা যায় না।"