প্রথম দফা নির্বাচনের মধ্যেই ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথপোকথন নিয়ে সরব হল বিজেপি। নন্দীগ্রামে ভোটে সাহায্য চেয়ে বিজেপির স্থানীয় নেতাকে ফোন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছড়িয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর কথোপকথনকে নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, আর এরপরেই শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে এই অডিও ক্লিপ নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
তবে এবার পাল্টা বিজেপির হয়ে তৃণমূল প্রকাশ্যে আনে একটি অডিও ক্লিপ। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি পরিদর্শক। তবে এই ক্লিপের সত্যতা প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘‘ওই টেপটি ফেক (জাল)।’’ এই অডিও ক্লিপে শিশির বাজোরিয়া এবং মুকুল রায়ের কথোপকথন শোনা গিয়েছে। যেখানে মুকুল শিশিরকে জানাচ্ছেন, ভোটগ্রহণের দিন ‘যে কোনও লোক যাতে যে কোনও বুথে পোলিং এজেন্ট হতে পারেন’ নির্বাচন কমিশনে তদ্বির করে তা নিশ্চিত করতে হবে। এমনকি মুকুল রায় জানিয়েছেন, শিশিরদের সঙ্গে তিনিও যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে। মুকুলকে সেখানে বলতে শোনা গিয়েছে, ‘‘তুমি আমার হয়ে দুটো পয়েন্ট করে দাও।’’
এরপরেই মুকুল রায় আরও বলেন, "পশ্চিমবঙ্গের ভোটার হলেই যাতে ভোটের দিন রাজ্যের যে কোনও বুথে এজেন্ট হওয়া যায়, নির্বাচন কমিশনের কাছে আবেদন করে তা নিশ্চিত করতে হবে। বাংলায় আমরা চাইব, এজেন্ট হওয়ার জন্য কোনও নির্দিষ্ট কোনও নিয়মনীতি রাখলে হবে না। যে পারবে, যে কোনও বুথে সে এজেন্ট হতে পারবে।’’