বর্ধমানের বাসিন্দা এক দম্পতি জন্মের পর থেকেই তাদের সন্তানের পিঠে টিউমার ধরা পরে। শিশুটির বয়স একবছর। সম্প্রতি বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে ওই দম্পতি প্রথমে এনআরএস এবং এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও বেড পাননি। গত সাতদিন ধরে তারা বেডের অপেক্ষায় এসএসকেএম চত্বরে থেকেও বেড না পেয়ে আজ দুপুরে মৃত্যু হয়েছে শিশুটির।

দুটো হাসপাতালের বিরূদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনেছে ওই দম্পতি। এনআরএস হাসপাতাল থেকে শিশুটির টিউমার পরীক্ষা করার পর তাকে ভর্তি না নিয়ে এসএসকেএম এ রেফার করে দিলে সেখানে গিয়ে ডাক্তার দেখলেও বেড না থাকায় ভর্তি নেওয়া হয়নি। বেডের আশায় থেকে থেকে আজ শিশুটি মারা যায়। সন্তান কে হারিয়ে এই দুই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই দম্পতি।