করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে পরিস্থিতি মোটামুটি একই। এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি নতুন নির্দেশিকা জারি করে দিয়েছে ভোট গণনার ক্ষেত্রে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, যে সমস্ত প্রার্থীরা টিকার ২টি ডোজ গ্রহণ করেননি তারা গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কিন্তু, প্রশ্নটা অন্য জায়গায়। এখনো যে সমস্ত মানুষের জন্য টিকাকরণ শুরু হয়নি।
এই পরিস্থিতিতে যে সমস্ত প্রার্থীর বয়স ৪৫ এর কম তাদের ক্ষেত্রে কিভাবে নির্বাচন কমিশন এরকম নিয়ম জারি করতে পারে। তাদের বয়সের জন্য এখনো পর্যন্ত শুরু করা হয়নি টিকাকরণ। তবে নির্বাচন কমিশন এর আগে ঘোষণা করে দিয়েছিল নির্বাচনে জয়লাভের পর কোথাও যেন বিজয় মিছিল না হয়। আর বুধবার নতুন নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, প্রার্থী এবং তাঁদের এজেন্টরা তাদের আরটি - পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখাতে পারলে তবে প্রবেশ করতে পারবেন গণনা কেন্দ্রে। বলাই বাহুল্য, এই রিপোর্ট ৪৮ ঘন্টার মধ্যেকার সময়ের হতে হবে।