একুশে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। যত নির্বাচন চলছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। তবে এরইমাঝে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের খবর শিরোনামে এসেছে। কালিকাপুরে মন্ডল কার্যালয়ের মধ্যেই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠেছে খোদ মণ্ডল সভাপতির বিরুদ্ধে। জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে, বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার মন্ডল কার্যালয়ে উপস্থিত হলে তাকে সেখানকার বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায় চুলের মুঠি ধরে মারধর করে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠেছে যে প্রথমে বচসা বাধে দুজনের মধ্যে। তারপরে হঠাৎই অরিন্দমবাবু, রিনাদেবীর চুলের মুঠি ধরে মারতে শুরু করেন।
ইতিমধ্যেই সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গেছে। রিনাদেবী ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশ অভিযোগ জানিয়েছেন। এছাড়াও ঘটনাটির বিষয়ে বিজেপির উপরমহলে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করলে অরিন্দম রায় কথা এড়িয়ে যান।