২০২১ বিধানসভা নির্বাচনে পাঁচ তারা হোটেল থেকে বঙ্গ অভিযানের লক্ষ্যে ঝাপাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে এই প্রথম বাংলায় কোন রাজনৈতিক দল হোটেল থেকে তাদের বিধানসভা নির্বাচনের পরিচালনা সম্পন্ন করবে। কথা বলতে গেলে একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুরলীধর স্ট্রিটে রাজ্য কার্যালয়ের পাশাপাশি হেস্টিংস একটি বহুতলের চারতলা নিয়ে আলাদা নির্বাচন অফিস তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। এখানে পুরোপুরি কর্পোরেট ধাঁচে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া বিভাগ ব্যবস্থাপনার জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া প্রত্যেক দিন ২৫০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এই অফিস থেকে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করছেন বেশ কিছুদিন ধরে। তবে বিজেপি সূত্রের খবর, নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই অফিসের দরজা সাংবাদিকদের জন্য বন্ধ হয়ে যাবে। বাইরের লোক এবং সংবাদমাধ্যমের মানুষেরা আর ঢুকতে পারবেন না এই অফিসে। বদলে সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হবে পাঁচতারা হোটেলের দরজা। প্রতিদিনের ভোট পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করা হবে সেখানে। সেখানে রাজ্যের নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেখানে স্ট্র্যাটেজি মিট জাতীয় গুরুত্বপূর্ণ বৈঠক করা হতে পারে। শুধুমাত্র হোটেল না, শহরে আরো গেস্টহাউস ইতিমধ্যেই ভাড়া নিয়েছে ভারতীয় জনতা পার্টি।