একুশে নির্বাচনের আগে বাংলা গেরুয়া শিবির পূর্ণ উদ্যমে ভোটজয়ের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সবাই নির্বাচনের আগে নতুন নতুন প্রকল্প ও কর্মসূচি শুরু করছে। এরইমধ্যে বাংলা গেরুয়া শিবির নরেন্দ্র মোদির মন্ত্রে দীক্ষিত হয়ে সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা নিয়েছে। আর সোনার বাংলা গড়ার জন্য বিজেপি পাড়ার মাস্টারমশাই বা ডাক্তারবাবু বা সাংস্কৃতিক মনোভাবাপন্ন বিশিষ্ট মানুষদের সাথ চাইছে। বিজেপি অনুযায়ী, পাড়ার বিশিষ্টজনদের মতবাদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে অনেক বেশি। তাই গেরুয়া শিবির পরিকল্পনা নিয়েছে যে তারা তাদের ২৯৪ টি বিধানসভা অঞ্চলের পাড়ায় পাড়ায় বিশিষ্টজনদের সাথে যোগাযোগ করবে। তাদেরকে বিজেপি সরকার দলের আগামীদিনের পরিকল্পনা ও সোনার বাংলা গড়ার জন্য চিন্তা ভাবনা সম্বন্ধে বিস্তারিত বলবে। এর মাধ্যমে বিজেপি একটি মননশীল সমাজ তৈরি করার চেষ্টা করছে যা সাধারণ মানুষকে বিজেপি সরকারের গুরুত্ব বোঝাবে।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সাতজন বসু বলেছেন, "আমরা প্রতিটি এলাকার বিশিষ্টজনদের আমাদের প্রচারে রাখবো। তারা আমাদের সাথে বাংলার উন্নয়নের লড়াইয়ের শরিক হবে।" এছাড়াও বিজেপি বুদ্ধিজীবী সেলের প্রধান রন্তিদেব সেনগুপ্ত বলেছেন, "বাম শাসনের পর বাংলায় এসেছে তৃণমূল কংগ্রেসের শাসন। পুরো ৪৩ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। পিছিয়ে আছে অনেক বাংলা। শিল্প-সংস্কৃতি একাধিক ক্ষেত্রে বাংলা অনেক পিছিয়ে। রাজ্যে গেরুয়া শাসন প্রতিষ্ঠা হলে সোনার বাংলা তৈরি হবে।" অন্যদিকে, নির্বাচনের আগে বাংলা সফরে বারবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারা বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা সাধারণ মানুষকে জানাচ্ছে। সেই সাথে আবার কিছুদিনের মধ্যেই রাজ্যে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।