গত ২ জুলাই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হলে বিধায়কদের হই হট্টগোলে ভাষন সম্পুর্ন না করেই বিধানসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। এই ঘটনা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। এরপর আজ মঙ্গলবার রাজ্যপালের ভাষণ, ভুয়ো ভ্যাকসিন কান্ড সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার সময় আবারও উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন কক্ষ। তৃণমূল বিধায়করা বক্তব্য রাখতে উঠলেই কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসলে শুভেন্দু অধিকারী বলা শুরু করতেই তাঁর বাবা শিশির অধিকারীর প্রসঙ্গ তোলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সেই কথায় কান না দিয়ে শুভেন্দু বলতে থাকেন, "কংগ্রেস ও বাম মুক্ত বিধানসভা এই প্রথম। নন্দীগ্রামের জনতাকে ধন্যবাদ।" নন্দীগ্রাম (Nandigram) ভোট প্রসঙ্গে শুভেন্দু মন্তব্য করাতে তাঁকে বাধা দিয়ে অধ্যক্ষের কাছে নালিশ জানাল আইনমন্ত্রী মলয় ঘটক।
প্রতিবাদের পর বিমান বন্দোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলেন, "বিচারাধীন বিষয়ে কথা বলা যাবে না। আপনি অন্য কোন কথা বলুন।" অধ্যক্ষের এই বক্তব্যের পরই ওয়াকআউট করেন শুভেন্দু সহ বাকি বিরোধী বিধায়করা। এই ঘটনার চরম নিন্দা করেছেন অধ্যক্ষ। এমনকি শুভেন্দুর বলা দুটি শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেন ও তা যাতে না কোন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় তার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "কিছু কিছু প্রসঙ্গ আছে যা উল্লেখ করা যায় না বিধানসভায়। যিনি মন্ত্রিসভার সদস্য তাঁকে এরকম করে বলা যায় না। উনি ৭৭ নিয়ে গর্ব করছেন। তবে এখন কিন্তু ৭৫। এরপর শূন্য হয়ে যাবে।"