ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে এই ভবানীপুর কেন্দ্রে সন্মান রক্ষার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কাছে। যদিও এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে তীব্র আশাবাদী তৃণমূল। বিজেপির লড়াকু নেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা নিজের প্রচার চালাচ্ছেন জোরকদমে। এমনকি বৃষ্টিও কোনো বাধা হচ্ছেনা প্রচারে। তবে বাধা এসেছে তৃণমূল সমর্থকদের তরফ থেকে, এমনটাই অভিযোগ করেছে বিজেপি।
গতদিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি এলাকায় প্রচারে গেলে বাধার মুখে পড়তে হয়। এই অঞ্চলে তৃণমূল প্রাধান্য থাকায় প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে, অভিযোগ এমনটাই। এই মর্মে কালীঘাট থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবির।
অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আবেদন জানাতে চান বিজেপি নেতারা। তাদের মতে, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারেই যে পরিমাণ বাধা পাচ্ছেন তাঁরা, তাতে উপনির্বাচনেও অশান্তির আশঙ্কা প্রবল। তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু উপনির্বাচন চায় তারা। এই রাজ্যে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই সংশয়ে রয়েছেন যে আমাদের প্রার্থীকে প্রচারে বাধা দিচ্ছেন তৃণমূলের গুন্ডারা । তবে এত কিছু করেও তিনি সফল হতে পারবেন না তিঁনি।