রবিবার বলেছিলেন করোনা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। যথেষ্ট বিতর্ক হয় সেই মন্তব্য নিয়ে। এফআইআর দায়ের করা হয় তাঁর নামে। আর এই মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই জ্বর হয় তার। আর তারপর করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এলো। নিজেই ফেসবুকে পোস্ট করে সেই খবর জানান।
প্রসঙ্গত উল্লেখ্য রবিবার বারুইপুরে একটি জমায়েতে যোগ দেন অনুপম। ফলে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.