সাঁকরাইলে নির্যাতিতা গৃহবধূকে দেখতে এসে এবার ফের রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের পুলিশ প্রশাসনকেও। তাঁর সাফ বক্তব্য, "নবান্নের নির্দেশে পুলিশ প্রশাসনের পিঠের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই কাজটা খুব দায়িত্ব নিয়ে করেছেন মুখ্যমন্ত্রী।"
তবে ঠিক কী কারণে এমন মন্তব্য? জানা যায়, গতকাল সাঁকরাইলে নির্যাতিতা গৃহবধূকে দেখতে ওই এলাকায় যান অগ্নিমিত্রা পাল। কিন্তু তাঁর অভিযোগ, "আমরা ওই নির্যাতিতার সঙ্গে কথা বলতে এসেছিলাম। তিনি কোন রাজনৈতিক দল করেন তা বড় কথা নয়, কিন্তু আমাদের আসার খবর পেয়েই ওই মহিলাকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যাতে তিনি দেখা না করতে পারেন।"
এরপর সাঁকরাইল থানায় গিয়ে পুলিশ অধিকর্তার সঙ্গে কথা বলতে চাইলেও, বিজেপির তরফে অভিযোগ, "পুলিশ অধিকর্তা দেখা করেননি বলে অভিযোগ। থানা থেকে জানিয়ে দেওয়া হয়, বড়বাবু থানায় নেই।" এতেই বেজায় ক্ষুব্ধ হন অগ্নিমিত্রা পাল। অভিযোগের সুরে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে বলেছিলেন বিরোধীদের রাজনীতির জায়গা করে দেবেন। আদতে তা মিথ্যে। তাই মহিলা নির্যাতনের ঘটনায় তিনি চুপ করে থাকেন। অথচ, এই মহিলাদের ব্যবহার করেই তিনি ভোটে যেতেন।"
এরপরেই রাজ্য পুলিশকে নিশানা করে এক সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, "পুলিশ কাঠের পুতুল। কেউ প্রতিবাদ করতে পারে না। কিছু বলতে পারে না। আর কেউ কথা বললেই তাকে বদলির নোটিস ধরিয়ে দেওয়া হয়।"