রাজ্য বিজেপির (BJP) অন্দরে ক্ষোভের ক্ষত। দিন কয়েক ধরেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়েছিল। এমনকী সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার দেওয়ার হুমকি দিয়েছেন। এরমধ্যেই 'বিক্ষুব্ধ' নেতারা বনগাঁয় পিকনিক সেরেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে কম জলঘোলা হয়নি। মঙ্গলবার এই বিক্ষুব্ধ নেতাদের পাশে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিশেষ বার্তা দিলেন।
বিজেপি নেতা দিলীপ ঘোষ কলকাতায় থাকলেই ইকো পার্কে (Eco Park) মর্নিং ওয়াক সারেন। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপিতে কেবল নিরামিষ হয় না, আমিষও হয়। মাছ-মাংস খাওয়া হয়। মাঝেমধ্যে পাত পেড়ে বিরিয়ানিও খাওয়ার চল আছে। দলের নেতারা একসঙ্গে পিকনিক করছেন, খাওয়া দাওয়া করছেন। তাতে তো অসুবিধা কি আছে? হতেই পারে!"
রাজ্য বিজেপির নতুন কমিটিতে স্থান পাননি বেশ কয়েকজন তাবড় নেতা। এমনকী জেলা সভাপতিদের নাম প্রকাশের পরও তীব্র অসন্তোষ দেখা গিয়েছিল। নতুন কমিটিতে মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি, এই অভিযোগে একাধিক বিজেপি বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী সাংসদ শান্তনু ঠাকুরও ক্ষোভ দেখিয়েছেন। এমন অবস্থায় দলের ড্যামেজ কন্ট্রোলে স্বয়ং দিলীপ ঘোষ যে এবার মাঠে নামলেন বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, "গোয়া ঘুরে এলে মন ভালো থাকবে। এখানে যা মারকাট শুরু হয়েছে পার্টিতে, গোয়া ঘুরে এলে ভালো লাগবে।"