গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবারেও তলব এড়ানোর কারণ "শারীরিক অসুস্থতা"।অর্শের সমস্যাই নাকি ভোগাচ্ছে তৃণমূল নেতাকে।অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তাঁর আইনজীবীরা। সূত্রের খবর, গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক, তবে যেন গ্রেফতার না করা হয়, এই আবেদন নিয়ে শীর্ষ আদালতে যেতে পারেন বীরভূমের তৃণমূল নেতা তথা অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত, গত সোমবার তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে হাজিরার ‘নির্দেশ’ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার কলকাতায় আসেন অনুব্রত। কিন্তু সোমবার নিজাম প্যালেসে যাননি। বরং SSKM থেকে বোলপুরের বাড়িতে ফিরে যান তিনি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রত মন্ডলকে দশম চিঠি পাঠায় সিবিআই।
সূত্রের খবর, আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চেয়েছেন তিনি।
বিস্তারিত তথ্য আসছে.....