১৭ দিনের মাথায় SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। খুশির রব বীরভূমে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চার সপ্তাহ পর আবার তাঁকে চেক আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্র দু’টি ‘ব্লকেজ’ রয়েছে। সেই জন্য আরও কিছু পরীক্ষা করা জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা। আর সেই পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন চিকিৎসকরা, এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে।
আজ দুপুরেই ছুটির খবর পান অনুব্রত মণ্ডল। সেই খুশিতে আজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মিষ্টি মুখ করান তিনি। এসএসকেএম সূত্রে খবর, 'অনুব্রত মণ্ডল এদিন বাড়ি যাওয়ার আনন্দে প্রচুর মিষ্টি আনান উডবার্ন ব্লকে। ব্লকে কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করান তিনি।'