আহিরীটোলার পর এবার মেছুয়া পট্টি। কলকাতায় ফের ভাঙল পুরনো বিপজ্জনক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেছুয়া পট্টির ১৫৬ রবীন্দ্র সরণি এলাকার এক পুরানো বাড়ির একাংশ। ভেঙে পড়েছে বাড়িটির দোতলার বারান্দা। বাড়ির ভাঙা চাঙড়ের তলায় পাঁচজন আটকে পড়েছিলেন। বর্তমানে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিন জন। মৃত ওই দুই ব্যক্তির নাম মহম্মদ তৌফিক এবং রাজীব গুপ্ত। ধ্বংসস্তূপে কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে আছেন কলকাতা পুলিশ ও দমকলবাহিনী।
মেছুয়া পট্টির এই বাড়িটি বহুদিনের পুরানো বাড়ি হলেও, এটিকে এখনও পর্যন্ত বিপজ্জনক বাড়ি হিসেবে কলকাতা পৌরনিগমের থেকে চিহ্নিত করা হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, দুর্ঘটনায় মৃত মহম্মদ তৌফিকের বাড়ি গোড়াচাঁদ লেনে। তিনি ওই বাড়িটির নিচে দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন। আর তখনই বারান্দা ভেঙে পড়ে তাঁর মাথায়। অন্যদিকে রাজীব গুপ্তও সেই সময় বাড়ির নিচে দিয়ে যাচ্ছিলেন এবং চাঙড় ভেঙে পড়ে মারা যান তিনি। তাঁর বাড়ি দমদমে।
উল্লেখ্য, কিছুদিন আগে রাতভর বৃষ্টির পর ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।