বঙ্গে শাহী সফরের আজ দ্বিতীয় দিন। একাধিক কর্মসূচি আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। এরমধ্যেই কলকাতার টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেলকলোনী এলাকায় এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। পরিবার এবং স্থানীয় লোকজনদের দাবি, সেই যুবক বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। শুধু তাই নয়, বিজেপি করার কারণে তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এমনটাই দাবি পরিবারের তরফে।
সূত্রের খবর, মৃত যুবকের নাম অর্জুন চৌরাশিয়া। তিনি টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেলকলোনীর বাসিন্দা। শুক্রবার সকালে পুরনো রেল কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় লোকজন প্রথম সেই ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশে খবর পাঠানো হয়। দেহ উদ্ধারে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার লোকজন নিজেদের ক্ষোভ উগরে দিতে থাকেন। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় একাংশের দাবি, মৃত অর্জুন চৌরাশিয়া এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। বিজেপির নানা কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। পুরভোট কিংবা বিধানসভা নির্বাচনেও তিনি সক্রিয়ভাবে বিজেপির হয়ে কাজ করেছেন। বিজেপি করার কারণে তাঁর কাছে নাকি হুমকি ফোন আসত। দেখা গেছে, ঝুলন্ত অবস্থায় মাটিতে পা লেগেছিল তাঁর। এ যেন বীরভূমের ময়ূরেশ্বরের ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ দেহ উদ্ধার করতে এলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।