সামনে ২০২১ বিধানসভা ভোট। রাজ্যের মানুষকে কাছে টানতে বিজেপি বারবার হিন্দুত্বের কিংবা বাঙালিত্বের কথা শোনাচ্ছে রাজ্যবাসীকে। উল্টোদিকে তৃণমূলের পক্ষে বারবার প্রমাণ করার চেষ্টা চলছে বিজেপি আসলে হিন্দুদের প্রতি বা বাঙালির প্রতি যে প্রেম দেখায় সেটা মিথ্যে।
আর কাল ইউজিসি নেট পরীক্ষার সূচি প্রকাশের পর সেই অভিযোগ আরও জোরালো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ইউজিসি যে সূচি প্রকাশ করেছে তাতে দেখে যাচ্ছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই তিনদিন মিলিয়ে মোট ১৪ টি বিষয়ের পরীক্ষা থাকছে। যার মধ্যে ভূগোল, এডুকেশন, বাংলার মতো বিষয়ও আছে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
এই সূচি প্রকাশ হওয়ার পরই টুইটারে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক লেখেন, " ছাত্র এবং বাংলা সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর অশ্রদ্ধা প্রকাশ্যে চলে এলো। ইউজিসি নেটের পরীক্ষা দুর্গাপুজোর মাঝে পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর দিন হওয়াটা খুবই হাস্যকর।"
২২ থেকে ২৫ অক্টোবর দুর্গাপুজো আবার ১৭ থেকে ২৫ অক্টোবর নবরাত্রি। তার মাঝে পরীক্ষা হওয়ায় ক্ষুব্ধ রাজ্যের একাংশ।
অন্যদিকে বিজেপির পক্ষে রাহুল সিনহা বলেন, "তৃণমূল সব বিষয়েই রাজনীতি খোঁজে। এটাই ওদের অভ্যেস। আমরাও জানি পরীক্ষা আর পুজোর দিন মিলে গেছে। আমরা কেন্দ্রকে এই বিষয়ে ভাবার অনুরোধ জানাবো ঠিক করেছি।"