আজ অর্থাৎ সোমবার সকাল থেকে রাজ্যজুড়ে দ্বিতীয় দফার করোনা টিকাকরন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এই দ্বিতীয় দফায় সাধারণ নাগরিকরা এই টিকা নিতে পারবেন। তবে ৬০ বছর বয়সের বেশি যে কোনও নাগরিকের পাশাপাশি ৪৫–৫৯ বছর বয়সি কো–মরবিড রোগীদের মধ্যে এই পর্বে টিকাকরণ প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কো উইন, আরোগ্য সেতু মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। জানা গিয়েছে, এখন থেকে শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকা মিলবে এমন নয়। এবার বেসরকারি হাসপাতালেও এই টিকা মিলবে। এই করোনা টিকার দাম রাখা হয়েছে ২৫০ টাকা। তবে এটা শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে। সরকারি হাসপাতালে এই টিকা বিনামূল্যে পাওয়া যাবে।


প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার ১৫ টি সরকারি ও ১০ টি বেসরকারী হাসপাতালে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দফায় জেলায় ১০০ টি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে যাতে টিকাকরণের কাজ চলবে। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালের মধ্যে আমরি, অ্যাপেলো, মেডিকা, বেলভিউ, পিয়ারলেস, রুবি সহ কয়েকটি হাসপাতালে টিকা দিতে শুরু করেছে। এছাড়া সরকারি হাসপাতালে মধ্যে এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ, আর জি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এম আর বাঙ্গুর, বিদ্যাসাগর হাসপাতাল, গার্ডেনরিচ হাসপাতাল, ইএসআই হাসপাতাল, আইডি হাসপাতাল, লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন ও ট্রপিক্যাল মেডিসিনে টিকা পাওয়া যাবে।