করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে আবারো পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমনের সংখ্যা। প্রায় শেষ এক সপ্তাহ ধরে গোটা দেশে দৈনিক সংক্রমণ হচ্ছে ৪ লাখের কাছাকাছি। সংক্রমনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। বেশ কয়েকটি রাজ্যে বাধ্য হয়ে ২৪ ঘন্টা জ্বলছে গণচিতা। কিন্তু চলতি বছরে করোনা আগের বছরের তুলনায় অনেক বেশি কেন সংক্রামিত হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার এই প্রশ্নের উত্তর দিলো সম্প্রতি সেন্টার ফর সেলুলার এন্ড মলিকুলার বায়োলজির একটি গবেষণা।
নতুন গবেষণা অনুযায়ী জানা গিয়েছে করোনা ভাইরাসের B1.617 ও B1.618 ছাড়াও নতুন একটি ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে যার নাম N440K। এটি অন্ধপ্রদেশের কুর্নুলে প্রথম হদিস পাওয়া যায়। এই ভ্যারিয়েন্ট অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ দেশের বেশ কিছু অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় এটাই যে এই নতুন ভ্যারিয়েন্ট সাধারণের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামিত হতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে এখন বর্তমানে এই ভ্যারিয়েন্ট ভারতের দক্ষিণের রাজ্য যেমন তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং ছত্রিশগড়ে পাওয়া যাচ্ছে।