করোনা (Corona) পরিস্থিতির মাঝেই প্রভাব বিস্তার করেছিল ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকোসিস রোগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও বেশ কিছু জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস (White Fungus)। অনেকেই মতামত দিয়েছিলেন যে ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আরও বেশি ভয়ঙ্কর হতে পারে হোয়াইট ফাঙ্গাস। তবে সাদাকালো ছেড়ে এবার আসরে নেমেছে ইয়েলো ফাঙ্গাস (Yellow Fungus) বা হলুদ ছত্রাক। শুনতে অবাক লাগলেও এই ফাঙ্গাসের প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে এই ইয়েলো ফাঙ্গাস ধরা পড়েছে। তাঁর চিকিৎসা চলছে স্থানীয় এক হাসপাতালে।
ইয়েলো ফাঙ্গাস রোগের লক্ষণ:
১) ধীরে ধীরে ওজনের হ্রাস।
২) খিদে কমে যাওয়া বা না খাওয়ার ইচ্ছা।
৩) প্রবল শারীরিক ক্লান্তি।
৪) ক্ষতস্থান ঠিক হতে সময় লাগে। প্রভাব বেশি হলে সেই জায়গা থেকে পুঁজ বেরোনোর সম্ভাবনা থাকে।
ইয়েলো ফাঙ্গাস সংক্রমনের কারণ:
বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভাবে বা বাসি খাবার খাওয়ার জন্য শরীরে এই ছত্রাক বাসা বাঁধতে পারে। এটি শরীরের ভিতরে অনেক বেশি ক্ষতের সৃষ্টি করায় এই রোগে মৃত্যুহার অনেক বেশি।