শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা–রোগীর সংখ্যা এই মুহূর্তে ৫৬ লক্ষ ৪০ হাজার ৫০০৷ নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৩৯১ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, মোট মৃতের সংখ্যা ৯০ হাজার ২১৷ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশ– এই পাঁচটি রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ৷ এত সবের মধ্যে আশার কথা একটাই– মৃত্যুর হার কমছে, আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন৷
এদিকে রোগীর বিপুল চাপে দেশের স্বাস্থ্যব্যবস্থার নাভিশ্বাস ওঠার দশা৷ সর্বত্রই হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব৷ অভাব রয়েছে চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ–শয্যারও৷ খোদ রাজধানী দিল্লিতে ৩৩টি বেসরকারি হাসপাতালকে ৮০ শতাংশ আইসিইউ–শয্যা কোভিড রোগীদের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন গতকাল এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ভারতে এখনও কোভিড–১৯ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছয়নি৷ কেবল ১০টি রাজ্য থেকে খুব বেশি সংখ্যায় সংক্রমণের খবর আসছে৷ এদিকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস–এর চিকিৎসক ডাঃ অনুপ সারায়ার মতে, করোনা সঙ্কট কেটে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ তাঁর আশঙ্কা, রোগীর বিপুল চাপে রাজধানী দিল্লি সহ গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে চলেছে৷