২৯ মার্চ, ২০২৩
স্বাস্থ্য

জাইডাসের ভ্যাকসিন নিয়ে শেষ মুহূর্তের কথোপকথনে ভারত সরকার, দাম নিয়ে বড়ো ঘোষনা

১২ বছরের কম বয়সের শিশুদের ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্তের পথে কেন্দ্র
covid 19 vaccine bottles Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৯:১৪

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডব্যের সঙ্গে বৈঠকের পরে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানালেন, জাইডাস ক্যাডিলার সঙ্গে কেন্দ্রীয় সরকার একেবারে শেষ পর্যায়ের কথাবার্তা বলছে শিশুদের জন্য ভ্যাকসিনেশনের ব্যাপারে। সুধাকর জানালেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত বায়োটেকের তৈরি ন্যাসাল ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল' শেষ হয়ে গেছে এবং আগামী নভেম্বর ডিসেম্বর নাগাদ এই ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল শুরু হয়ে যাবে। ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এললা এই বৈঠকে উপস্থিত ছিলেন। কর্নাটকের ২৫০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কেন্দ্রীয় সাহায্য দেওয়ার ব্যাপারেও আজকে সুধাকর বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে আর্জি রাখলেন।

সুধাকর বললেন, "শিশুদের ভ্যাকসিন এর ব্যাপারে আমার সাথে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর একটি দীর্ঘ বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই জাইডাস এর সাথে কেন্দ্রীয় সরকার শেষ পর্যায়ের কথাবার্তা বলছে শিশুদের ভ্যাকসিন নিয়ে। আমরা মনে করছি খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন এর ব্যাপারে আমরা আরও কিছু জানতে পারবো। ভারত বায়োটেকও তাদের ন্যাজাল ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই, এই ভ্যাকসিন এর দ্বিতীয় ট্রায়াল সম্পূর্ণ। নভেম্বর-ডিসেম্বর এর মধ্যে এই ভ্যাকসিন এর তৃতীয় ট্রায়াল' হতে চলেছে। আমরা আশা করছি, এই ভ্যাকসিনও খুব তাড়াতাড়ি আসছে ভারতে।"

তবে একটি অন্য রিপোর্টে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবং জাইডাসের মধ্যে এই ভ্যাকসিনের দাম নিয়ে কথাবার্তা হয়েছে। মনে করা হচ্ছে, তাদের তৈরি করা শিশুদের ভ্যাকসিন জাইকোভ - ডি এর ৩ টি ডোজের দাম ১,৯০০ টাকা রাখার আর্জি রেখেছে। এই ভ্যাকসিনের ৩টি ডোজ দেওয়া হবে ১২ বছরের ঊর্ধের শিশুদের। যদিও সরকারের পক্ষ থেকে এই দাম কমানো নিয়ে আলোচনা করা হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ অক্টোবর

ভ্যাকসিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে

nabanna kolkata
৫ সেপ্টেম্বর

করোনার সুযোগে অঙ্গ পাচারের ছক, হাইকোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষা

covid 19 dead body corona
৩১ আগস্ট

এটাই প্রথম টীকা যা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে সক্ষম

covid vaccine
২৩ আগস্ট

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমবঙ্গের উপবূলবর্তী জেলাগুলিতে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে এই বিশেষ রোগ

Scrub Typhus Orientia tsutsugamushi
১৬ আগস্ট

সাধারণ কোভিড ভেরিয়েন্টের পাশাপাশি ওমিক্রনের নয়া দাওয়াই মডার্না বাইভালেন্ট বুস্টার

Moderna COVID 19 Corona vaccine
১১ আগস্ট

বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন পদ্ধতি

Breathe clean air exercise
১০ আগস্ট

কর্বোভ্যাক্স‌‌ই হল একমাত্র টিকা যা ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল

Covid 19 corona vaccine bottle
১০ আগস্ট

ইতিমধ্যেই ৩৫ জন সংক্রমিত, যদিও কেউ গুরুতর অসুস্থ হননি

Mouse
২ আগস্ট

সব ওয়ার্ডেই মাইকিং, হোর্ডিং, ১৬ টি বরোর চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশ

kolkata municipal corporation
২৯ জুলাই

দেশের সব মেডিক্যাল কলেজের মূল প্রবেশদ্বার-সহ ২৫টি স্থানে সিসিটিভি বসানোর ফরমান জারি করল কমিশন

cctv security camera
২৮ জুলাই

পুরুষদের একাধিক যৌনসঙ্গী মাঙ্কিপক্সের ঝুঁকি বাড়ায়, জেনে নিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

Monkeypox girl b/w
২৭ জুলাই

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার তরফে জারি করা হয়েছে নির্দেশিকা

Monkeypox