আগামীকাল থেকেই গোটা ভারতজুড়ে করোনা টীকাকরণ শুরু, অথচ এখনো বিপুল সংখ্যক দেশবাসীর মনে ভয়। এই ভ্যাকসিন নিলেও করোনা যে আবার আক্রমণ করবেনা, তার গ্যারান্টি কোথায়? করোনাশঙ্কা বাদ দিয়েও যদি ধরা যায়, পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা কি সম্পূর্ণ এড়ানো সম্ভব? ইত্যাদি নানাবিধ প্রশ্নে ভয়ে জর্জরিত জনমন। এমনকি এই টীকা বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে, বিভিন্ন মহল থেকে এমনও রটনা শোনা গেছে। তবে কী সত্যিই প্রতিটি ভয়ের কারণ যথাযথ নাকি এ সবই গুজব? সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেশবাসীর ভ্রান্তি দূরীকরণে নামলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড.হর্ষবর্ধন।
এই টীকা গ্রহনে কী ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান অন্যান্য টিকার মতোই সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে যা খুব স্বাভাবিক এবং তা জ্বর, গা-হাত-পা ব্যাথার মতোই সামান্য, যা আপনা থেকেই সেরে যাবে। এই টিকা গ্রহণের পরেও কী করোনা শরীরে আবার বাসা বাঁধতে পারে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন এরম কোনো সম্ভাবনা নেই বলা চলে। ভ্যাকসিনেশনের পর জ্বর আসাকে কেউ করোনা বলে ভুল যেন না করে সে বার্তাও দেন। বন্ধ্যাত্বের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে সরাসরি বুঝিয়ে দেন কোনো প্রকার গুজবে যেন আমরা কান না দিই কারণ এইসব তথ্যের কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। শনিবার থেকেই শুরু হবে অক্সফোর্ড ও সিরামের যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টীকাদান, তাই ভ্রান্তি দূর করে ভ্যাকসিনে ভরসা রাখতে বললেন ড.হর্ষবর্ধন।