দেশজুড়ে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় আঘাতে রীতিমতো নাজেহাল সমস্ত ভারতবাসী। প্রত্যেকটি রাজ্যে জোরকদমে চলছে তৃতীয় দফার টিকাকরণ। কিছু কিছু রাজ্য ছাড়া ১৮-৪৪ এবং তার ঊর্ধ্বের সকলে পাচ্ছে ভ্যাকসিন। তবে এবার ২-১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরুর প্রক্রিয়া শুরু করছে ভারত বায়োটেক (Bharat Biotech)। তারা তাদের কো-ভ্যাক্সিন (Covaxin) টিকার ২-১৮ বছর বয়সীদের ওপর ট্রায়াল করতে চায়। তাই তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের কাছে আবেদনপত্র পাঠিয়ে বলেছে যে ২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে তাদের টিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল করতে ইচ্ছুক। এই প্রস্তাব খতিয়ে দেখে নিয়ে তার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা।
এই প্রসঙ্গে ভারত বায়োটেক জানিয়েছে, "দিল্লির এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইত্যাদি জায়গায় শিশু এবং কম বয়সী মিলিয়ে মোট ৫২৫ জন স্বেচ্ছাসেবকের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। তারপর দ্বিতীয় এবং তৃতীয় ট্রায়ালের পরে সেফটি ডাটা ড্রাগ কন্ট্রোল সাবজেক্ট এক্সপার্ট কমিটিকে জমা দেওয়া হবে।" আসলে বিশেষজ্ঞরা জানিয়েছে যে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউতে শিশু এবং কম বয়স্কদের মধ্যে এই ভাইরাস বেশি প্রভাব ফেলতে পারে। তাই আগেভাগেই ভারত বায়োটেক সংস্থা ট্রায়াল সেরে নিতে চাইছে।