২৫ মার্চ, ২০২৩
স্বাস্থ্য

স্কুল খুলতে না খুলতেই আবারো করোনা আক্রান্ত ৬০ পড়ুয়া, দুশ্চিন্তায় অভিভাবকরা

আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন
school kids Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২০

কোভিডের সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে ব্যাঙ্গালোরে স্কুল খুলেছিল কর্ণাটক সরকার। কিন্তু তেমন কোনো লাভ হলো না। স্কুল খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল নতুন করে সংক্রমণ। আর পুনরায় সংক্রমণ বাড়তে না বাড়তেই আবারো বন্ধ করে দিতে হলো কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি স্কুল। একটি আবাসিক স্কুল সম্পূর্ণরূপে কোভিড ক্লাস্টার হিসেবে ধরা পড়েছে। জানা যাচ্ছে, স্কুল খোলার পরে সেখানে ৫০০ পড়ুয়ার মধ্যে মোটামুটি ৬০ জন পড়ুয়া করোনাভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই কারণেই ব্যাঙ্গালোরের এই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। তবে জানা যাচ্ছে, এই ৬০ জনের মধ্যে কেউ কিন্তু খুব একটা গুরুতর আক্রান্ত হননি। ২ জনের দেহে উপসর্গ ধরা পড়েছে। বাকিরা বর্তমানে উপসর্গহীন।

যাদের দেহে করোনা ভাইরাসের উপসর্গ ধরা পড়েছে তাদেরকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাকিরা যারা সুস্থ রয়েছেন তাদেরকে হোস্টেলে রাখা হয়েছে বলে খবর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। তারা নিজেদের সন্তানের খোঁজ করার জন্য বারবার ফোন করেন স্কুল কর্তৃপক্ষকে। তারা জানতে চান, পড়ুয়ারা বাড়ি ফিরে আসতে পারবে কিনা? তবে জেলাশাসক তাদের আশ্বস্ত করে বলেছেন, কারো শারীরিক পরিস্থিতি যেহেতু উদ্বেগজনক নয়, এই কারণেই এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে পড়ুয়াদের শরীরের পরিস্থিতির উপরে নজর রাখছে স্কুল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন।

জেলাশাসক জানাচ্ছেন, 'এই স্কুলের হোস্টেলে পড়ুয়ারা প্রায় এক মাসের বেশি সময় ধরে রয়েছেন। যখন তারা স্কুলে এসেছিলেন তখন তাদের কারো দেহে করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিল না। তাদের মধ্যেই ৬০ জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে বর্তমানে। এদের মধ্যে দুজনের দেহে উপসর্গ দেখা গিয়েছে, তবে সেটা অত্যন্ত নগণ্য। আমরা সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যেকের টেস্ট করিয়েছি। সর্বক্ষণের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে তাদের জন্য। সরকারের পক্ষ থেকে একটি চিকিৎসক দল মোতায়েন করে রাখা হয়েছে সেই স্কুলে। তাদের চিন্তার কোন কারণ নেই। বাকি পড়ুয়াদের কথা চিন্তা করে বর্তমানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তম দিনে পুনরায় সকলের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবারো ২০ অক্টোবর থেকে স্কুল খোলা হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ ডিসেম্বর

শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'

Neel Trina
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl
৫ সেপ্টেম্বর

করোনার সুযোগে অঙ্গ পাচারের ছক, হাইকোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষা

covid 19 dead body corona
২ সেপ্টেম্বর

ইতিমধ্যেই ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কর্ণাটক সরকার

Lingayat swami shivamurthy
৩১ আগস্ট

এটাই প্রথম টীকা যা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে সক্ষম

covid vaccine
২৩ আগস্ট

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমবঙ্গের উপবূলবর্তী জেলাগুলিতে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে এই বিশেষ রোগ

Scrub Typhus Orientia tsutsugamushi
১৬ আগস্ট

মঙ্গলবার সকালেই এই ৪ জনকে গ্রেফতার করেছে শিবামোগা এলাকার পুলিশ

Arrest handcuff
১৩ আগস্ট

বিজেপি নেতা রমেশ জারকিহোলি যৌন নির্যাতনকাণ্ডে জড়িত থাকার অপরাধে শেষমেষ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন

Priyank kharge
১১ আগস্ট

বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন পদ্ধতি

Breathe clean air exercise
১০ আগস্ট

কর্বোভ্যাক্স‌‌ই হল একমাত্র টিকা যা ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল

Covid 19 corona vaccine bottle
১০ আগস্ট

ইতিমধ্যেই ৩৫ জন সংক্রমিত, যদিও কেউ গুরুতর অসুস্থ হননি

Mouse
৬ আগস্ট

মরণোত্তর সম্মানে সম্মানিত হতে চলেছেন ভারতবাসীর 'আপ্পু'

Puneeth rajkumar