২৫ মার্চ, ২০২৩
শিক্ষা

প্রকাশিত হল স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি

সম্পূর্ণ অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া
books wall study student teacher education Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১০:০১

আগেই শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের হওয়া বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে এবছর প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হবে এবং পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। প্রকাশিত হওয়া স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারেও ভর্তির ফর্ম ভরতে কোনো টাকা লাগবে না এবং প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অনলাইনে হবে। যেহেতু মেধার ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে, তাই কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হবে না।

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিএড, এমএড, বিপিএড, এমপিএড কোর্সে ভর্তির জন্যেও। উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২রা আগস্ট থেকে অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে স্নাতকে ভর্তির জন্য। ভর্তি প্রক্রিয়া শেষ হলে ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, স্নাতকোত্তরে ভর্তির জন্য পোর্টাল চালু হবে ১লা সেপ্টেম্বর থেকে এবং ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই ক্লাস শুরু করতে হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । বিএড–এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। তাদের ১ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে।

স্নাতকোত্তরে ৮০% আসনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এবং বাকি ২০% অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা ভর্তি হবে বিগত বছরের মতই। তবে নিজের বিশ্ববিদ্যালয়ের ৮০% পড়ুয়াদের জন্য সংরক্ষিত আসন খালি থেকে গেলে সেখানে বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ মার্চ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

office desk job
৮ মার্চ

নয়া নির্দেশিকা জারি করেছেন, সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায়

exam students
২৫ ফেব্রুয়ারি

প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে

governmeent job office desk
২৮ আগস্ট

শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে এমন নির্দেশ দেওয়া হয়েছে

India Pakistan cricket
২৬ আগস্ট

পড়ুয়াদের এখানে কোনও রকম কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে UGC

ugc
২৪ আগস্ট

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

exam students
২২ জুলাই

ফের মেয়েদের জয়জয়কার, পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

High school students
২০ জুলাই

এবার থেকে এই কর্মী নিয়োগের ক্ষেত্রে হবে লিখিত পরীক্ষা

exam students
২ জুলাই

স্নাতকস্তরের সেশন শুরু করতে হবে ১৯ সেপ্টেম্বরের মধ্যে

Student books
৪ জুন

চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল

Student books
৪ জুন

আগামী ৬ জুন বৃহত্তর 'শান্তিপূর্ণ' আন্দোলনে নামতে মরিয়া অধিকাংশ পড়ুয়া

Calcutta University main gate
২৬ মে

আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেইন গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবে পড়ুয়ারা

Calcutta University main gate