২২ মার্চ, ২০২৩
শিক্ষা

এ বছর কোন কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তির ক্ষেত্রে, UGC-র রিপোর্ট

জেনে নিন কী এই কমন এন্ট্রান্স টেস্ট
ugc Bengali News
University Grants Commission -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১০:৫৬

গতকাল এক বিবৃতি মারফত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে The Central Universities Common Entrance Test (CUCET) এ বছর আর হচ্ছে না। চলতি শিক্ষাবর্ষে এই নতুন ভর্তি পরীক্ষা নেওয়ার কোন সম্ভাবনা নেই। এই ভর্তি পরীক্ষা পদ্ধতি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার সম্ভাবনা প্রবল।

কী এই ভর্তি পরীক্ষা পদ্ধতি? জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে দেশের কেন্দ্র ও রাজ্যের মধ্যে থাকা কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক, স্নাতকোত্তর কিংবা গবেষণামূলক কোন কোর্সে ভর্তি হতে হলে সবাইকে একটি সাধারণ ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে তবেই এইসব প্রতিষ্ঠানে ভর্তির ছাড়পত্র মিলবে। তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের নেতৃত্বে একটি ৭ জনের বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়। এই কমিটির রিপোর্ট অনুসারে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ মোতাবেক চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্র নিয়ন্ত্রিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই কমন এন্ট্রান্স টেস্টের কথা বলা হয়। যদিও কোভিড পরিস্থিতির ভয়াবহতায় এই শিক্ষাবর্ষ থেকে এই ভর্তি পদ্ধতি লাগু হচ্ছে না বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক টুইট বার্তায় বলেছে, কোভিড অতিমারির সময়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলিতে চলতি শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলবে। নতুন ভর্তি পদ্ধতি অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে। উল্লেখ্য, এইষকমন এন্ট্রান্স টেস্টের জন্য দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বিজ্ঞান, কলা বিভাগ, ভাষা, কারিগরী প্রভৃতি বিভাগে উচ্চ মানের সাধারণ দক্ষতামূলক পরীক্ষার মাধ্যমে এই সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ছাড়পত্র মিলবে। সব ঠিকঠাক থাকলে এই শিক্ষাবর্ষেই তা চালু হওয়ার কথা ছিল। যদিও কোভিড পরিস্থিতিতে তা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে বলে সূত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ মার্চ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

office desk job
৮ মার্চ

নয়া নির্দেশিকা জারি করেছেন, সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায়

exam students
২৫ ফেব্রুয়ারি

প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে

governmeent job office desk
২৬ আগস্ট

পড়ুয়াদের এখানে কোনও রকম কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে UGC

ugc
২৪ আগস্ট

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

exam students
২২ জুলাই

ফের মেয়েদের জয়জয়কার, পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

High school students
৪ জুন

চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল

Student books
২৫ মে

এবার মাধ্যমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম বেছে নেওয়ার সুযোগ থাকছে

High school students
২৩ এপ্রিল

চিনের ক্ষেত্রেও কী এই নয়া নিয়ম? এমন সিদ্ধান্তের কারণ কী

College students
৬ মার্চ

গবেষণা বলছে, পড়াশোনায় সেরা হতে সাহায্য করতে পারে এই বৈশিষ্ট্য

books - narcissism improves study habits
২৫ ফেব্রুয়ারি

রয়েছে এক হাজার শূন্যপদ

office desk job