৩ নভেম্বর, ২০২৪
শিক্ষা

দ্বাদশ পাশে হাজার হাজার চাকরির সুযোগ কেন্দ্র সরকারে, বেতন ৪৫ হাজার

একনজরে দেখে নিন আবেদনের খুঁটিনাটি
governmeent job office desk Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৭

আবারও স্টাফ সিলেকশন কমিশনের (staff selection commission) তরফে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞাপন জারি করা হল। এসএসসি সিএইচএসএল (SSC CHSL) পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার পদে নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে। দ্বাদশ পাশ করলেই এই পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। একনজরে দেখে নিন পরীক্ষার খুঁটিনাটি।

আবেদনের সময়সীমা

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে SSC CHSL –এর আবেদন প্রক্রিয়া। চলবে ৭ মার্চ পর্যন্ত। অফলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা হবে মে মাসে।

পদের সংখ্যা

এই পরীক্ষার মাধ্যমে পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট (PA/SA), ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) পদে নিয়োগ করা হবে। কমিশনের তরফে এখনও সরকারীভাবে পদের সংখ্যা জানানো না হলেও সেই সংখ্যা প্রায় ৫০০০ হতে পারে বলে অনুমান।

বেতন

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লেভেল-২ অর্থাৎ (১৯,০০০-৬৩,২০০ + ডেয়ারনেস অ্যালায়েন্স (DA), হাউস রেন্ট অ্যালায়েন্স (HRA) ইত্যাদি)

পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য লেভেল-৪ অর্থাৎ (২৫,৫০০-৮১,১০০ + ডেয়ারনেস অ্যালায়েন্স, হাউস রেন্ট অ্যালায়েন্স ইত্যাদি)

বয়সসীমা

১৮-২৭ বছর বয়সীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীর জন্ম ০২-১-১৯৯৫ থেকে ০১-০১-২০০৪ এর মধ্যে হতে হবে। এসসি (SC)/এসটি (ST) পরীক্ষার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। ওবিসি (OBC) পরীক্ষার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন ৩ বছর। শারীরিক প্রতিবন্ধীদের (PwD) জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়।

এছাড়াও পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীকে ভারতের নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদনের জন্য পরীক্ষার্থীকে https://ssc.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করে সংশ্লিষ্ট পরীক্ষার জন্য আবেদন করা যাবে। আবেদন বাবদ খরচ – ১০০ টাকা। তবে মহিলা পরীক্ষার্থী এবং এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধী/এক্স-সার্ভিসম্যানদের আবেদন বাবদ কোনও টাকা লাগবে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৩০ এপ্রিল

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে

Calcutta University main gate 2
১৯ এপ্রিল

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার

Student books
৬ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে

High school students
৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
১ নভেম্বর

নিরাপত্তা বেষ্টনীতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Examination
৭ অক্টোবর

ঢাঁকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই এমসিকেভির এমন সৃষ্টিশীল আয়োজন, মন মাতিয়ে তুলল "যুব"দের। সাক্ষী থাকল পরিদর্শক।

mckv-howrah-admission
১৫ আগস্ট

হাওড়ার লিলুয়ার একটি জনপ্রিয় স্কুল এমসিকেভি। সেই স্কুলেই সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

MCKV School Howrah Liluah
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
৮ আগস্ট

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে

Junior school student
৪ আগস্ট

নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

kolkata municipality
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University