সিবিএসই বোর্ড নয়া শিক্ষাবর্ষে বেশি করে পড়ুয়াদের দক্ষতা যাচাইয়ের ওপর জোর দেওয়ার জন্য পুরনো শিক্ষানীতিতে কিছু পরিবর্তন করেছে। চলতি শিক্ষাবর্ষের প্রথমেই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু করল এই বোর্ড। নয়া মূল্যায়ন ব্যবস্থাতে ছোট এবং বড় প্রশ্নের উত্তরের পরিবর্তে পড়ুয়াদের দক্ষতা যাচাইয়ের প্রশ্নের ওপর বেশি জোর দেওয়া হবে। আসলে এই বোর্ড অনেকদিন আগে থাকতেই অর্থাৎ ২০১৯ সাল থেকে চিরাচরিত মূল্যায়ন পদ্ধতি ছেড়ে তাদের ছাত্র-ছাত্রীদের দক্ষতা যাচাইয়ের প্রশ্নের ওপর বেশি জোর দেয়। ধাপে ধাপে পরিবর্তন করা হচ্ছে পুরনো শিক্ষানীতি।
সূত্র মারফত জানা গিয়েছে, নয়া শিক্ষানীতি মেনে সিবিএসই অনুমোদিত স্কুলের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে যাতে জানানো হয়েছে নয়া শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২১-২২ থেকে দক্ষতা ভিত্তিক প্রশ্নের ওপর বেশি জোর দেওয়া হবে। নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ দক্ষতা ভিত্তিক প্রশ্ন থাকবে। সেই সাথে থাকবে ২০ শতাংশ অবজেক্টিভ। বাকি ৫০ শতাংশ ছোট এবং বড় প্রশ্ন মিলিয়ে থাকবে। অন্যদিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ দক্ষতা মূলক ও ২০ শতাংশ অবজেকটিভ প্রশ্ন থাকবে। বাকি ৬০ শতাংশ ছোট এবং বড় প্রশ্ন থাকবে।