২৫ মার্চ, ২০২৩
শিক্ষা

বাতিল পরীক্ষা, ভালো কলেজে মিলবে না সিট! মূল্যায়ন নিয়ে ফের সরব শিক্ষকেরা

যদিও ইতিমধ্যেই নামাজাদা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি জানিয়ে দিয়েছে, তাঁদের কলেজে ভর্তির জন্য অনলাইনে নয় অফলাইনেই প্রবেশিকা পরীক্ষা হবে
exam students Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২১
শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ৭:৩৪

করোনা আবহের জন্য এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে বিকল্প মূল্যায়ন পদ্ধতি‌তে এই দুই পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এক্ষেত্রে উঠেছে বিরাট বড়ো সংশয়ের তীর। কারণ, উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে একাদশ ও মাধ্যমিকের নম্বরের ওপর জোড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন পড়ুয়া ও শিক্ষকেরা। তাঁদের প্রশ্ন, "একাদশ শ্রেণির ফল ভবিষ্যতে সে ভাবে কাজে লাগে না। সেজন্য এই পরীক্ষায় কম গুরুত্ব দেয় পড়ুয়ারা। সে সময় নতুন নতুন বিষয়কে তারা আয়ত্তে আনতে সময় নেয়। কাজেই সেই মূল্যায়নের ভিত্তিতে তৈরি ফলাফলে ভাল কলেজে পছন্দের বিষয়ে ভর্তি হতে কোনও সমস্যা হবে না তো?"

যদিও ইতিমধ্যেই নামাজাদা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি জানিয়ে দিয়েছে, কলেজে ভর্তির জন্য অনলাইন নয় অফলাইনেই প্রবেশিকা হবে। এমনকি কিছু কলেজের পরীক্ষার দিনক্ষণও প্রায় ঠিক। কারণ তাঁদের মত, যেহেতু পরীক্ষা হচ্ছে না নম্বর মিলবে মূল্যায়নের ভিত্তিতে। তাই কলেজে ভর্তির ক্ষেত্রে লাগবে মেধা। অন্যদিকে অধিকাংশ কলেজেই প্রবেশিকা পরীক্ষা ছাড়াই নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়, তাই দাবি উঠছে ভালো পড়ুয়ারা যেন না বঞ্চিত হয়।

অন্যদিকে, অধিকাংশ স্কুল ২০২০ সালের একাদশ শ্রেণির রেজাল্ট সংসদে জমা দিলেও ২ হাজারের বেশি স্কুল এখনও জমা দেয়নি। সংশয় দেখা দিয়েছে যে, যেই স্কুল ইতিমধ্যে তাদের নম্বর জমা দিয়েছে আর যারা তা দেয়নি, এই দুই ক্ষেত্রে নম্বরের হেরফের হবে না তো?‌ যদিও সংসদ এই আশঙ্কাগুলোকে অমূলক বলেই দাবি করেছে।

এর পাশাপাশি মাধ্যমিক (Madhyamik Exam 2021) ও উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam 2021) মূল্যায়নে অসন্তুষ্ট ছাত্র-ছাত্রীদের পরীক্ষার দিন ঘোষণার দাবি উঠল। প্রধান শিক্ষকদের একটি সংগঠন দাবি করেছে, 'সিবিএসইর ধাঁচে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অসন্তুষ্ট পড়ুয়াদের জন্য পরীক্ষার দিন ঘোষণা করুক।'

এ বিষয়ে মঙ্গলবার অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস’-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “সিবিএসই আগ্রহী ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সূচি ঘোষণা করতে চলেছে। আমাদের রাজ্যের আগ্রহী পরীক্ষার্থীরা দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এমতাবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে অবিলম্বে পরীক্ষার সূচি ঘোষণা করতে হবে।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ মার্চ

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে

office desk job
৮ মার্চ

নয়া নির্দেশিকা জারি করেছেন, সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায়

exam students
২৫ ফেব্রুয়ারি

প্রার্থীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে

governmeent job office desk
২৪ আগস্ট

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

exam students
২২ জুলাই

ফের মেয়েদের জয়জয়কার, পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

High school students
৪ জুন

চলতি বছর থেকেই একাদশ শ্রেণিতে সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল

Student books
২৫ মে

এবার মাধ্যমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম বেছে নেওয়ার সুযোগ থাকছে

High school students
২১ মে

রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা করছে মধ্যশিক্ষা পর্ষদ

exam students
২৩ এপ্রিল

চিনের ক্ষেত্রেও কী এই নয়া নিয়ম? এমন সিদ্ধান্তের কারণ কী

College students
১৭ মার্চ

চলতি বছর ৭ লাখ ৩৯ হাজার ৫৮৮ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

exam students
৬ মার্চ

গবেষণা বলছে, পড়াশোনায় সেরা হতে সাহায্য করতে পারে এই বৈশিষ্ট্য

books - narcissism improves study habits
৬ মার্চ

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ার দু’নম্বর ব্লকের আউরিয়া গ্রামে

Suicide