ফের রাজ্যে এক ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। টানা ৮ দিন নিখোঁজ থাকার পর হাওড়ার বাসিন্দা এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়েছে ডায়মন্ড হারবারের একটি পুকুর থেকে। জানা গিয়েছে, মৃত যুবক রাহুল সাউয়ের বাড়ি হাওড়ার গোলাবাড়ি ওড়িয়াপাড়ায়। আগামী ১২ তারিখ প্রতিদিনের মতোই সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। সেদিন রাতেই ৯ টা নাগাদ পরিবারের একজনের কাছে এক তরুনীর বারংবার ফোন আসে। ওই তরুণী আতঙ্কিত হয়ে ফোনে জানতে চেয়েছিল, রাহুল ফিরেছে কি না। যদিওবা ওই তরুণী তার নিজের পরিচয় দেয়নি। তারপর গোটা রাত যুবক বাড়িতে না ফেরায় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। ৮ দিন অপেক্ষার পর পুলিশ খবর দেয় ওই যুবকের দেহ ডায়মন্ড হারবারে পাওয়া গেছে।


পরিবার সূত্রে জানা গিয়েছে, রাহুলের মুখে অ্যাসিড ঢেলে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করার পর তার ক্ষতবিক্ষত মুখের জন্য পরিবারকে দেহ শনাক্ত করতে বেগ পেতে হয়েছে। ওই যুবকের পরিবার পরিজন ও এলাকার বাসিন্দারা রবিবার রাতে দেহ নিয়ে জিটি রোডে অবরোধ করে। তারা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ জানায়। আসলে ৮ দিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়। আর তাতেই পুলিশের নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যুবকের পরিবার পরিজন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে পড়েছে এবং পুকুর থেকে উদ্ধার করা দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।