আবারও বিতর্কে বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। ইস্যু সেই মহিলাদের পোশাক। এর আগেও মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে শোনা গেছিলো চিরঞ্জিতকে। আবারও একবার এই ধরনের মন্তব্য করে বির্তকের মুখে এই তারকা প্রার্থী। তিনি বলেন, শ্রাদ্ধ বাড়ি এবং ভিড় ট্রেনে মহিলাদের এক ধরনের পোশাক পরা উচিত না। মহিলাদের নিজেদের পোশাক নিয়ে সচেতনতা বর্তানো উচিত। তার সঙ্গেই তিনি দাবি জানালেন, "বাংলায় মহিলারা অনেক বেশি সুরক্ষিত।" এবারের বিধানসভা নির্বাচনে বারাসাত থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরেই চিরঞ্জিত চলে গেছেন সেখানে। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বারাসাতের প্রার্থী।
এদিন নির্বাচনী কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তাকে আবারও মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই তিনি বলেন, "শ্রাদ্ধবাড়ি আর ভিড় ট্রেনে যাতায়াত, দুই ক্ষেত্রে পোশাক কখনই এক হওয়া উচিত নয়। ডিস্কোতে গেলে সেখানেও পরিবেশ বিবেচনা করে পোশাক পরতে হবে মহিলাদের।" আর এই মুহূর্তে তৃণমূলের এইরকম হাইপ্রোফাইল প্রার্থীর এহেন মন্তব্য স্বাভাবিক ভাবেই জল্পনা উস্কে দিয়েছে নেটিজেনদের মনে। কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছে এই অভিনেতাকে।
যদিও এবারের নির্বাচনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন চিরঞ্জিত। এর আগে তিনি বিজেপিতে যোগ দেওয়া নেতাদের উদ্দেশ্যে বলেছেন, "আমাদের বাংলা ছবির সিচুয়েশন খুব খারাপ। কোনও ভালো ছবি হচ্ছেনা। সিনেমা হাউস বন্ধ হয়ে গিয়েছে সব। শুটিং হচ্ছে না। এতদিন ধরে করোনার জন্য কাজ নেই। সঙ্গে, ফাংশনগুলোও নেই। সেই জন্য ইন্ডাস্ট্রি একটু হলেও সমস্যার মধ্যে চলছে। তাই সেক্ষেত্রে বিকল্প কোনও একটা জায়গা চাইছে তারা। সেক্ষেত্রে যারা ভাবছেন বাংলায় কিছু হবে না, অন্য জায়গায় যাওয়াই শ্রেয়, তারা বিজেপিতে চলে যাচ্ছেন। ওখান থেকেই শুরু করবেন বলে ভাবছেন।" এই বক্তব্য অত্যন্ত জল্পনা ঘটিয়েছিল। অনেকেই এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন চিরঞ্জিতকে।