আবারো বিধানসভা নির্বাচনের আগে উঠল পাকিস্তান প্রসঙ্গ। এবারে খোদ একজন তৃণমূল নেতা দাবি করলেন, যদি দেশের সংখ্যালঘুদের একজোট করা হয় তাহলে 'চারটে পাকিস্তান' তৈরি হয়ে যাবে। নানুরের তৃণমূল নেতার এই মন্তব্যে আবারো বিতর্কে সৃষ্টি হয়েছে। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য। অমিত বললেন, "এরকম বাংলা কি আমরা চাই?" এরপর তিনি আরো বললেন, "শেখ আলম দলীয় নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তৃণমূল নেত্রীর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করা দরকার।"
প্রসঙ্গত, বীরভূমের নানুর এলাকার বাসাপাড়ায় ভোট প্রচারে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য রাখেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি বলেছেন, "আমরা যারা সংখ্যালঘু, তারা আছেন ৩০ শতাংশ। বাকিরা আছেন ৭০ শতাংশ। ওরা ৭০ শতাংশ নিয়ে গদিতে বসুক। আর আমরা এই ৩০ শতাংশ লোকজনকে নিয়ে যদি একদিকে হয়ে যাই। তাহলে আমরা 'চার চারখানা পাকিস্তান' তৈরি করতে পারব।" এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। এই মন্তব্যের প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করিম খান বলেছেন, "বিজেপি যেভাবে হিন্দু এবং মুসলিম ভাগ করছে সেই প্রসঙ্গে এটা বলা হয়েছিল। এটা কোন রকম উস্কানিমূলক মন্তব্য নয়।"