মঙ্গলবার জারি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি এবং তারই সঙ্গে শুরু হয়ে গেল মনোনয়নপত্র পেশ করার পালা। সোমবারও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল কংগ্রেস। ট্র্যাডিশন অনুযায়ী, ভোটের নির্ঘণ্ট ঘোষণা ঠিক পরের দিন প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবারে তার অন্যথা করা হচ্ছে। সোমবার দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হলো তৃণমূল নেতাদের মধ্যে। সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে বেশ কিছু কথা হলো। এবারে তৃণমূলের হয়ে টিকিট পেতে পারেন দলের বহু বিদায়ী বিধায়ক।
তবে এবারে তৃণমূল কংগ্রেস নজর দিয়েছে মহিলা, যুব এবং স্বচ্ছ ভাবমূর্তির দিকে। এছাড়াও তারা খেয়াল রাখছে দলের প্রতি আনুগত্যের দিকটি। পাশাপাশি ৭৫ বছরের বেশি বয়সের কাউকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। এছাড়াও দলের কর্মসূচি আয়োজনে তৎপরতা এবং জনসংযোগে দক্ষতা বিচার করা হচ্ছে টিকিট দেওয়ার ক্ষেত্রে। তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, "আজকের বৈঠকে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় কে দিয়েছে নির্বাচন কমিটির সদস্যরা। তৃণমূল প্রার্থী তালিকায় অন্তত ৩০ শতাংশ নতুন মুখ থাকবে যার মধ্যে ১৯ টি আসন এমন রয়েছে যেখানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন বিধায়করা।"