সদ্য যোগ দিয়েছেন রাজনীতিতে, আর সঙ্গে সঙ্গেই পেলেন আসানসোল দক্ষিণের মতো একটি কঠিন আসনের দায়িত্ব। সব মিলিয়ে এবারে বিজেপির বিরুদ্ধে তিব্র আক্রমণ শানিয়ে নিজের ভোট প্রচার শুরু করে দিলেন অভিনেত্রী তথ্য তৃণমূলের অন্যতম স্টার ক্যান্ডিডেট সায়ণী ঘোষ। একটি বেসরকারি সংবাদ সংস্থার অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পরেই তার বিরুদ্ধে বিজেপির আক্রমণ ধেয়ে আস্তে থাকে। তাকে ধর্ষনের হুমকিও দেওয়া হয়। তখন তার পাশে দাড়িয়ে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই হুমকির একেবারে যোগ্য জবাব দেওয়ার জন্য সায়নি আজকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তিনি লিখলেন, "ডিয়ার বিজেপি, আপনাদের এই সব বাজে ট্রল কিংবা স্মিয়ার ক্যাম্পেইন আমাদের টলিউড তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। চিরাচরিত এবং বাধাগত ফর্মুলা নিয়ে মানুষের মধ্যে ভ্রান্তি ছড়ানো, তাঁদের মনে ব্যক্তি সম্পর্কে ভুল ধারনা স্থাপন করা, মেরুকরণ আপনাদের বাধাগত ছক।
আরো বলেছেন, "তবে এইটুকু মনে রাখতে হবে, যে আমরা বাংলার অনেক পুরনো সহচর। বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতিষ্ঠিত করেছে। বোঝাই যাচ্ছে আপনারা একটু অস্বস্তিতে পড়েছেন। আমাদের বিরুদ্ধাচরণ এটা আরও পরিষ্কার করে দিচ্ছে মানুষের কাছে। আর মেয়েদের সম্মান করা অবশ্যই আপনাদের ধাতে নেই। আর থাকবেই বা কেন!! আপনাদের দলের নেতাই যখন আদ্যাশক্তি, মহামায়া দেবী দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। আগে নিজের দলের মহিলাদের নিঃশর্তভাবে সম্মান করতে শিখুন। বেশি কথা বাড়ালে এবার আপনারাই অস্বস্তিতে পড়বেন। এছাড়াও বাংলার মানুষদের মনোভাব বা মুখের ভাষা বিষিয়ে দিতে আপনাদের জুড়ি মেলা ভার। ধার করতে আপনারা ওস্তাদ, তা আমাদের দলের থেকে নেতা হোক বা পরিবর্তনের স্লোগান।" এছাড়াও পোস্টের শেষে তিনি লিখলেন, "#GrowUpBJP... এত ভয় ভালো না বাবুমশাই।"