বীরভূমের রাজগ্রাম স্টেশনের কাছে তিন বছরের ছেলেকে নিয়ে লাইন পার হচ্ছিলেন তামান্না খাতুন (২৩)৷ আচমকা মালগাড়ির সামনে পড়ে যাওয়ায় দু’জনেরই শরীর ছিন্নভিন্ন হয়ে যায়৷
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে রাজগ্রাম স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনাস্থল থেকে তাঁরা উদ্ধার করেন অন্তঃসত্ত্বা তামান্নার দেহ৷ তিন বছরের সাকিব শেখের দেহ মেলে প্রায় ৮ কিলোমিটার দূরে বাসলই ও মুরারই স্টেশনের মাঝে৷ অনুমান, মালগাড়ির ইঞ্জিনের সামনে কাউক্যাচারে আটকে গিয়েছিল শিশুটির দেহ৷
পরিবার সূত্রে খবর, মুর্শিদাবাদের কাদুয়া গ্রামের বাসিন্দা ওই মা, ছেলেকে নিয়ে রাজগ্রামে এসেছিলেন ওষুধ কিনতে৷ কিন্তু কেন তাঁরা রেললাইনে গেলেন, সে প্রশ্ণের উত্তর নেই পরিজনদের কাছে৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷