অনলাইনে দেওয়া পরীক্ষার ফল ও মার্কশিটে ছাপা ফলে ব্যাপক গরমিল মালদহ কলেজের পরীক্ষার্থীদের একাংশের৷ বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে পড়ুয়ারা বিষয়টি নিয়ে গেলে কর্তৃপক্ষ আবার দায় চাপান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওপর৷ এদিকে এতে বিশ্ববিদ্যালয়ের কোনও দায় নেই বলে জানিয়েছেন সেখানকার কর্তারা৷
মালদহ কলেজে কম্পিউটার সায়েন্স ও বিসিএ বিভাগে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলেন শতাধিক শিক্ষার্থী৷ ১৩ নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অনলাইনে ফল প্রকাশ করে৷ পরে মার্কশিট হাতে পেয়ে পড়ুয়ারা দেখেন, অনলাইনে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাঁরা পাশ করলেও মার্কশিটে ফেল দেখানো আছে৷ কেন এমন হল, ধন্ধে পড়ুয়ারা৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মালদহ কলেজের এই দুই বিভাগের ছাত্রছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল গৌড় কলেজে৷ মালদহ কলেজ পরীক্ষার্থীদের যে নম্বর বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল, তার ভিত্তিতে অনলাইনে ফল বেরোয়৷ পরে গৌড় কলেজ নম্বর পাঠালে তার ভিত্তিতে ফল প্রকাশিত হয় এবং কলেজ কর্তৃপক্ষকে তা জানানোও হয়৷
মালদহ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দ্বিতীয়বার অনলাইন পরীক্ষার ফল তাঁরা পাননি৷ তবুও সমস্যাটি জানিয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছেন তাঁরা৷