পশ্চিম মেদিনীপুর জেলায় গতকাল পরপর দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন, এবং মৃত্যু হয়েছে ১ জনের। বৃহস্পতিবার এর মধ্যে প্রথম দুর্ঘটনাটি ঘটে জেলার শালবনি থানা এলাকার ভাদুতলা অঞ্চলে। মোরাম বহনকারী একটি ট্রাক্টর থেকে সাগর নামে ৩৫ বছর বয়সী এক শ্রমিক পড়ে গিয়ে ওই ট্রাক্টরের চাকাতেই পিষ্ট হন। এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন সাগরকে।
অপর দুর্ঘটনাটি ঘটে বেলদা থানা অঞ্চলের আসদা মোড়ে। মেদিনীপুর থেকে দীঘার দিকে আসা একটি যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় যাতে আহত হয়েছেন বাসের চালকসহ ৬ জন যাত্রী। ডাম্পারের চালক এবং খালাসি আপাতত নিরুদ্দেশ। স্থানীয় সূত্রে খবর, ডাম্পার টির গতি খুব বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ফেরার চালক এবং খালাসির খোঁজ শুরু করেছে।